সোমবার, ৪ অক্টোবর, ২০১০

মেরে পাস সচিন হ্যায়...


যোগিন্দর প্রশ্ন করছেন সচিন তেণ্ডুলকরকে। মেরে পাস ওয়ার্ল্ড কাপ হ্যায়। আইপিএল ট্রফি হ্যায়। চ্যাম্পিয়ন্স লিগ উইনার্স মেডেল হ্যায়। সচিন, তুমহারে পাস কেয়া হ্যায়?
সচিন থমকে যাচ্ছেন। তার পর নিচু গলায় বলছেন, মেরে পাস ক্রিকেট হ্যায়।

খেলার পর সচিন যখন বের হচ্ছেন, এক পুলিশ অফিসার এসে বললেন, “হক আই দেখিয়েছে বলটা লেগ স্টাম্পের সামান্য বাইরে ছিল। আউট ছিলেন না আপনি।” সচিন ঘাড় নাড়েন, “রিপ্লে-তে দেখলাম ড্রেসিংরুমে ফিরে।” এর পর আনন্দবাজারের সাংবাদিকের দিকে তাকিয়ে বললেন, “বলটা একটু বেশি স্পিন করেছিল। তাতেই বিট হলাম।” হক আই থেকে আশ্বাস নয়। তাঁকে মনে হল কুরে-কুরে খাচ্ছে ওই ‘বিট’ হওয়াটা। হোক না লেগ স্টাম্পের বাইরে। খেলতে তো পারিনি!

বাজি রেখে বলতে পারি সোমবার সকালে স্টেডিয়ামের পিছনের নেট প্র্যাক্টিস এরিনায় ঢুঁ মারলে সচিনকে পাওয়া যাবেই। নির্ঘাৎ হরভজন বা স্থানীয় কোনও স্পিনারকে নিয়ে নেমে পড়বেন একটু বেশি স্পিন করে যাওয়া বলের পিছনে বাড়তি অধ্যয়নে। ওটাকে ঠিক করতে হবে। সামনে চতুর্থ ইনিংস আসছে না!

[গৌতম ভট্রাচার্য]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন